মেলাঘর, ২৩ ফেব্রুয়ারি : দ্বিরাগমনে এসে এক মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সিপাহীজলা জেলার মেলাঘরে। উদ্ধার করা ওই নববধুকে আগরতলায় হোমে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই যুবতীর সামাজিক প্রথা মেনে বিয়ে হয়েছিল অমরপুরের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। বিয়ের পর যথারীতি নববধু দ্বিরাগমনে আসে বাপের বাড়িতে। দ্বিরাগমনে এসেই ওই নববধূ এক মুসলিম যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় বলে খবর। এ ব্যাপারে মেলাঘর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়।