মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত একটি সম্পত্তি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলায় বুধবার মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন নবাব মালিক। সূত্রের খবর, বুধবার সকালে নবাব মালিককে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান ইডি-র কর্তারা। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে নিজস্ব দফতরে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র গোয়েন্দারা। রেকর্ড করা হয় তাঁর বয়ান।
এদিকে, নবাব মালিককে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ায় ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাটিল। নবাব মালিকের দফতর থেকে জানানো হয়েছে, বুধবার সকালে নবাব মালিকের বাড়িতে আসে ইডি। ইডি-র গাড়িতেই তাঁকে দফতরে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আমির মালিক ও নবাবের ছেলে।
ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, “নবাব মালিক একজন সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী। ইডি যেভাবে তাঁকে তাঁর বাড়ি থেকে নিয়ে গিয়েছে তা মহারাষ্ট্র সরকারের কাছে চ্যালেঞ্জ। আমাদের রাজ্যে এসে কেন্দ্রীয় সংস্থাগুলি একজন মন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে, ২০২৪ সালের পরে, আপনাদেরও তদন্ত করা হবে। এটা মাথায় রাখবেন।” মহারাষ্ট্র এনসিপি-র প্রধান ও রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিল বলেছেন, “আগাম তথ্য ছাড়াই নবাব মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গত কয়েকদিনে বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাই এখন প্রতিশোধ নেওয়া হচ্ছে।”