চড়িলাম, ২৩ ফেব্রুয়ারি : চড়িলামের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করেন গরু গুলি নেই। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে আসে।
এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া গরু উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রাতে পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রেই সাফল্য পাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।