লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে এবার বিজেপি সরকার গঠন করে পাচার হওয়া গবাদি পশু দত্তক এবং যত্ন নেওয়া কৃষকদের প্রতি মাসে ৯০০ থেকে ১০০০ টাকা দেবে বলে জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার আমেথিতে প্রচারে বক্তৃতায় তিনি বলেন, “আমরা প্রতি মাসে ৯০০ থেকে ১০০০ টাকা দেব কৃষকদের, যারা পাচার হওয়া গবাদি পশু দত্তক এবং তাদের যত্ন নেবে।” তিনি আরও বলেন, “আমরা অবৈধ কসাইখানা পুরোপুরি বন্ধ করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ‘গৌমাতা’ জবাই হতে দেব না, পাশাপাশি পাচার হওয়া গবাদি পশুর হাত থেকে কৃষকদের মাঠ রক্ষা করব।”