Covid19: দৈনিক সংক্ৰমণ একটু বেড়ে ১৫,১০২, ভারতে করোনা-মুক্ত ৯৮.৪২ শতাংশ

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা সামান্য একটু বাড়ল, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে, তবে ৩০০-র নীচেই রয়েছে। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৭৮ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.২৮ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৬৪,৫২২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৬,৫৫৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৮৪ হাজার ৭৪৪ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৬,১৯,৩৯,০২০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১২,৬২২ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩,১৩,৭৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২১,৮৯,৮৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪২ শতাংশ। নতুন করে ১৫,১০২ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৮,৬৭,০৩১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *