Strike: বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটে ব্ল্যাক আউট চণ্ডীগড়, সমস্যায় বাসিন্দারা

চণ্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিদ্যুৎ বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের ঘোষিত তিন দিনের ধর্মঘটে চণ্ডীগড়ের সাধারণ বাসিন্দারা জনজীবন এখন সমস্যায়। চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ নেই, ভরসা মোমবাতি। সেটা জ্বেলেই দিন কাটছে। বিদ্যুতের অভাবে জ্বলছে না রাস্তার সিগন্যাল। ফলে, যানজট গোটা শহর জুড়ে। বিদ্যুৎ না থাকার কারণে নেই জলও। থমকে গিয়েছে দৈনন্দিন জীবন। বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে অনলাইন ক্লাসও। একদিন, দু’দিন নয়। বিদ্যুৎকর্মীদের ধর্মঘটের জেরে এক টানা তিন দিন ধরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে চণ্ডীগড় শহরের একাংশ। শহর জুড়ে নেমে এসেছে অন্ধকার। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একটানা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে অফিস-আদালত। বিদ্যুৎ সঙ্কটের কারণে ব্যহত হয়েছে চিকিৎসা পরিষেবাও। সরকারি হাসপাতালগুলি অনেক অস্ত্রোপচার বন্ধ রেখেছে।
চণ্ডীগড় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফের শহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, এখনও সমস্যার সমাধান হয়নি। যে কারণে একাধিক বাসিন্দা ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। বিদ্যুৎ পরিষেবা ব্যহত হওয়ার ফলে রাজ্যের উৎপাদন ও শিল্প ক্ষেত্রগুলিতেও প্রভাব পড়েছে । এই বিষয়ে প্রশাসন দ্রুত পদেক্ষেপ নিচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *