বজরং দলের নেতা খুনে ধৃত ৮, ডিআইজি জানালেন শিবমোগার পরিস্থিতি নিয়ন্ত্রণে

শিবমোগা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের শিবমোগা জেলায় বজরং দলের কর্মী খুনের ঘটনায় মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এমনটাই জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বজরং দলের কর্মী হর্ষ খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে, বুধবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৮ জনকে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে।

পূর্ব রেঞ্জের ডিআইজি এদিন জানিয়েছেন শিবমোগার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব রেঞ্জের ডিআইজি ডাঃ কে থিয়াগরাজন জানিয়েছেন, “সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পরিস্থিতি আগের থেকে উন্নতি হচ্ছে। আমাদের যথেষ্ট বাহিনী রয়েছে। কেএসআরপি, রাফ-এর ২০ প্লাটুন আছে। জনগণের মধ্যে আস্থা জাগানোর জন্য আমরা মঙ্গলবার পতাকা মিছিলও করেছি।” উল্লেখ্য, গত রবিবার রাতে খুন হন বজরং দলের কর্মী হর্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *