আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : যুব সম্প্রদায়কে নেশার কবল থেকে মুক্ত রাখতে পারে খেলার মাঠ। তাই যুব সম্প্রদায়কে খেলার মাঠের সাথে আরও বেশি করে যুক্ত করতে হবে। আজ আগরতলার কলেজটিলাস্থিত এমবিবি কলেজ মাঠে অনুষ্ঠিত স্বর্গীয় হিরুধন দেব স্মৃতি নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী তাঁর পিতা স্বর্গীয় হিরুধন দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তারপর টুর্নামেন্টের পতাকা উত্তোলনও করেন। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য ব্যবহার এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। উন্নত ত্রিপুরা গড়ার মধ্য দিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েদের নতুন দিশায় নিয়ে যেতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। মিশন ১০০ বিদ্যাজ্যোতি বিদ্যালয় রাজ্যের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক নতুন দিশারি। মুখ্যমন্ত্রী বলেন, এমবিবি কলেজ রাজ্যের একটি ঐতিহ্যবাহী কলেজ। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এই কলেজের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে ছাত্রছাত্রী সহ নাগরিকদের সজাগ দৃষ্টি রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহাও বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেও পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৬০টি দল অংশ নিয়েছে। এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী শ্রীদেব আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।