নয়াদিল্লি, ২২ ফেরুয়ারি (হি.স.): ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে। ইউক্রেন-রাশিয়া দ্বন্দে বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। রাজনাথের বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার পর একটি সমাধান বের হবে। পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী প্রজাতন্ত্রকে ‘স্বাধীন’ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ঘোষণার পর তীব্র নিন্দায় সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিয়া। ইউক্রেন ও রাশিয়া দ্বন্দ্বের প্রেক্ষিতে মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনার মাধ্যমে সমাধান হোক এমনটাই চাইছে ভারত। শান্তি প্রতিষ্ঠা হোক। আমি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার পর একটি সমাধান বের হবে। ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে