বাহরাইচ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রগতির যে পথে এগিয়ে চলছে, সেক্ষেত্রে ডাবল ইঞ্জিনের সরকার সমানভাবে গুরুত্বপূর্ণ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার উত্তর প্রদেশের বাহরাইচের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিবারবাদীদের কাজকর্ম, ব্যবসা সমস্ত কিছু আমি খুব কাছ থেকে দেখেছি। ২০১৭ সালের আগে বাস্তি, গোন্ডা, বাহরাইচ এবং বলরামপুরের মানুষজন অনেক বৈষম্যের সম্মুখীন হয়েছিলেন। যোগীজির সরকার বিগত ৫ বছর ধরে সর্বাত্মক চেষ্টা করছেন, যা আপনার জীবনে সুবিধা আনতে পারে এবং গরীবদের সম্মান দিতে পারে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “বিজেপি সরকারের প্রচেষ্টায় উত্তর প্রদেশে এখন ভয়ের পরিবেশ কেটে যাচ্ছে। আপনাদের সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে, নতুন নতুন পথ উন্মুক্ত হচ্ছে। আপনারা সন্তানদের ভাল শিক্ষা দিতে চান, তাই বিজেপি সরকার স্কুলগুলির পরিকাঠামোর উন্নতি করছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনারা সবাই জানেন গরীবের ঘরে অপ্রীতিকর কিছু ঘটলে সেই পরিবারের কি অবস্থা হয়। অর্থের অভাব দরিদ্রদের জীবনে দ্বিগুণ কষ্ট নিয়ে আসে। দরিদ্রদের এই দুর্দশা বুঝতে, আমাদের সরকার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা শুরু করেছিল। এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা দরিদ্রদের ২ লক্ষ টাকার নিরাপত্তা কভার দিয়েছি। বর্তমানে আমার উত্তর প্রদেশের ৪.৫ কোটিরও বেশি দরিদ্র ভাই-বোন এই প্রকল্পগুলির সঙ্গে যুক্ত।”
উত্তর প্রদেশের জনগণকে প্রধানমন্ত্রী আশ্বস্তও করেছেন, তাঁর কথায়, “আমাদের সরকার সঙ্কটের সময় সর্বদা মানুষের পাশে থাকে, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়। গরিবদের প্রতি সরকারের এই সংবেদনশীলতা এই করোনার সময়েও দেখা গিয়েছে।” মোদী বলেছেন, “সমগ্র দেশের প্রায় ৮০ কোটি মানুষ 2 বছর ধরে বিনামূল্যে রেশন পাচ্ছেন এবং আমাদের উত্তর প্রদেশে ১৫ কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। গরিবরা এখন বিজেপিকে আশীর্বাদ করছে।”