চতুর্থ দফায় বুধবার উত্তর প্রদেশের ৫৯টি আসনে ভোট, ভাগ্যপরীক্ষা ৬২৪ জন প্রার্থীর

লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে তিন-দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, বুধবার উত্তর প্রদেশে চতুর্থ দফার ভোট। চতুর্থ দফায় উত্তর প্রদেশের ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে, ভাগ্যপরীক্ষা হবে মোট ৬২৪ জন প্রার্থীর। ৯টি জেলার ৫৯টি আসনে বুধবার ভোটগ্রহণ হবে। এই ৯টি জেলা হল-পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোই, উন্নাও, লখনউ, রায়বেরেলি, বান্দা ও ফতেহপুর। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে এবং চলবে সন্ধ্যা ৬টা অবধি।

লখিমপুর খেরিতে এবারের ভোট কী হয়, সে দিকেই নজর সমস্ত রাজনৈতিক দলের। লখিমপুর খেরির হিংসা জাতীয় স্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। ২০১৭ সালের নির্বাচনে লখিমপুর খেরি আসনে বিজেপির যোগেশ বর্মা হারিয়ে দিয়েছিলেন সমাজবাদী পার্টির উৎকর্ষ বর্মা মাধুরকে। এবারের নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য, উত্তর প্রদেশে বাকি ৩ দফার ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *