বিজেপির বিরুদ্ধে লড়ছেন বলেই জেলের সম্মুখীন হচ্ছেন লালু প্রসাদ : তেজস্বী যাদব

পাটনা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা ও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় লালু প্রসাদের জেলে সাজা হওয়ার পরই বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন লালুর ছেলে। তেজস্বী বলেছেন, “লালুজি যদি বিজেপির সঙ্গে হাত মেলাতেন তাহলে তাঁকে রাজা হরিশচন্দ্র বলা হত। কিন্তু, তিনি আরএসএস ও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তাই তাঁকে কারাদণ্ড দেওয়া হচ্ছে। আমরা এতে ভয় পাব না।”

পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯.৩৫-কোটি টাকার ডোরান্ডা ট্রেজারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে। সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে। এদিন লালুর ছেলে বলেছেন, “আদালতের রায় নিয়ে আমি কোনও মন্তব্য করব না। এটাই শেষ বিচার নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। আমরা হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছি এবং আমরা আশাবাদী যে নিম্ন আদালতের রায় হাইকোর্টে পরিবর্তিত হবে।”

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তেজস্বী। তিনি আরও বলেছেন, “পশুখাদ্য কেলেঙ্কারি ছাড়া দেশে আর কোনও কেলেঙ্কারি হয়নি বলে মনে হয়। বিহারে প্রায় ৮০টি কেলেঙ্কারি হয়েছে কিন্তু সিবিআই, ইডি, এনআইএ কোথায়? দেশে মাত্র একটাই কেলেঙ্কারি, আর নেতা একজনই। বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসিকে ভুলে গিয়েছে সিবিআই।”