আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। ত্রিপুরা সরকার ও বাংলাদেশ সহকারি হাইকমিশনের যৌথ উদ্যোগে সকালে রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সুসজ্জিত ট্যাবলু সহ এই শোভাযাত্রার সূচনা হয়েছে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্ৰ চন্দ্ৰ শৰ্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দ্রন, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত দেবনাথ, এন সি সি ক্যাডেট, বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ চিরাচরিত পোশাকে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়েছে। শোভাযাত্রা শুরুর আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের সাথে কথা বলার সময় সর্বপ্রথমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই থেকে সমগ্র বিশ্বের সাথে আমাদের রাজ্যেও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে আসছে।
তাঁর কথায়, ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এ দিনটি পালন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীতে প্রায় ৬০০০ ভাষা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিছু কিছু ভাষা হারিয়ে যাচ্ছে। কোনো ভাষা যাতে হারিয়ে না যায়, বিভিন্ন ভাষাকে সমৃদ্ধ করার জন্য, নিজ মাতৃভাষার ন্যায় অন্যের ভাষাকে ও শ্রদ্ধা করার জন্য আজ শুধু বাঙ্গালী নয়, সাঁওতাল, রিয়াং, ভিল, ত্রিপুরী, মনিপুরী সম্প্রদায়ের অগণিত মানুষ এই শোভাযাত্রায় সামিল হয়েছেন।
আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, এই সুবিশাল শোভাযাত্রার বার্তা দেশের গন্ডি পেরিয়ে অন্যান্য রাষ্ট্রে পৌঁছে যাবে। এজন্য তিনি ত্রিপুরা সরকারকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই সকল ভাষাকে সমান মর্যাদা দেওয়া উচিত। তিনি সালাম, বরকত, রফিক, শফিক সহ নাম না জানা ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন।

