ছবছর পর টি-২০ র‌্যাঙ্কিং শীর্ষে ভারত

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। আর এই সুবাদে ৬ বছর পর আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারত।

সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৯টি ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২৬৯। তবে ভারতের সার্বিক পয়েন্ট ১০,৪৮৪। সেখানে ইংল্যান্ডের সংগ্রহ ১০,৪৭৪। সেই কারণেই এক নম্বরে ভারত। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) এবং দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ২৩৫ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গত বছর টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় টি-২০ ফর্ম্যাটে ইতি ঘটেছে বিরাট রাজের। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-০ জয়ের পর টি-২০তে পোলার্ড বাহিনীকে চুনকাম করতে সফল রোহিতের ভারত। রবিবার রাতে ইডেনে ক্যারিবিয়ানদের হারিয়ে ট্রফি ঘরে তুলতেই টি-২০তে এক নম্বর স্থান দখল করল দল। শেষবার ২০১৬ সালের ফেব্রুয়ারিতে টি-২০ র‌্যাঙ্কিং শীর্ষে পৌঁছেছিল ভারত। তারপর থেকে দল প্রথম পাঁচে থাকলেও এক নম্বরে পৌঁছতে ব্যর্থই হয় ভারত। কিন্তু ক্যাপ্টেন রোহিতের হাত ধরে ফের সেরার সেরা হয়ে উঠল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *