আগরতলা, ২১ ফেব্রুয়ারি : গান্ধীগ্রাম এলাকার একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ওই বাড়ি থেকে নগদ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। বাড়ির মালিকের নাম স্বপন দেব। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনা ঘটনা সম্পর্কে কেউ মুখ খুলতে চাইছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত গ্রামে আসল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
2022-02-21

