চণ্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : তিন খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। পঞ্জাব ভোটে অশান্তি পাকাতে জড়ো হয়েছিল এরা। বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সোনপতের জুয়ান গ্রাম থেকে সাগর ওরফে বিনি, সুনীল ওরফে পেহেলওয়ান এবং যতীন ওরফে রাজেশকে গ্রেফতার করে পুলিস।ধৃতদের কাছ থেকে মিলেছে একে-৪৭ সহ অন্যান্য বিদেশি অস্ত্র।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিদেশ থেকে আর্থিক মদত পেত। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও কানাডা থেকে তাদের কাছে টাকা আসত। পঞ্জাব-হরিয়ানায় খালিস্তানের দাবিতে জঙ্গি কার্যকলাপ জিইয়ে রাখতে ওই টাকা পাঠানো হত। সেই টাকায় কেনা হয়েছিল অস্ত্র। ধৃতরা সকলেই খালিস্তানপন্থী। পুলিস জানিয়েছে, পঞ্জাবের মোহালি এবং রোপার থেকে অস্ত্র কিনেছিল তারা। বিভিন্ন খালিস্তানপন্থী শীর্ষ জঙ্গি নেতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের কথা হত। পঞ্জাব ভোটে অশান্তি পাকানোর নির্দেশ ওই তিনজনকে দেওয়া হয়েছিল। সেই নির্দেশমতো কাজ করতে গিয়ে ধরা পড়ল তারা।

