Thief : কৈলাসহরে চুরির ঘটনা বাড়ছে, পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কাঁচেরঘাট এলাকায় রবিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল একটি বাড়িতে হানা দিয়ে একটি ল্যাপটপ এবং অন্যান্য প্রচুর মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷

এ ব্যাপারে কৈলাশহর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের ভূমিকা নিয়েও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷

উল্লেখ্য ইতিপূর্বেও এই এলাকায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে৷ কোন ক্ষেত্রে পুলিশ সাফল্য পায়নি৷ ফলে রাতে ওই এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *