নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রথম দু’দফার ভোটেই সরকার গঠনে অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছে দল। বাকি দু’দফার নির্বাচনে আরও ১০০টি আসনে জয় নিশ্চিত করে ফেলবে সপা। এমনটাই জানিয়েছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশে পরিবর্তনের ডাক দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি নিশ্চিত নির্বাচনে জয় এবার সমাজবাদী পার্টিরই হবে। রবিবার রাজ্যের ৫৯টি আসনে তৃতীয় দফায় চলছে ভোটগ্রহণ। এদিন অখিলেশ যাদবের ভাগ্যপরীক্ষা।গত বিধানসভা নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি জিতেছিল মাত্র ৯টি-তে। বিজেপি জয়ী হয়েছিল ৪৯ আসনে। এবার ফলাফল ঠিক উল্টোটা হবে বলে দাবি অখিলেশের।
বিধানসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিলেশ। তাঁর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেলকে। এর আগে বিধান পরিষদ থেকে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত কারহালে প্রার্থী হয়েছেন। এদিন যশবন্তনগরে ভোট দিয়ে অখিলেশ জোর গলায় জানান, আগের দুই দফার চেয়ে তৃতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বেকার এখানেই।লকডাউনের সময় ভিন রাজ্য থেকে ফিরে আসা ভুক্তোভুগী শ্রমিকরা এখানেই থাকেন। কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। বুন্দেলখণ্ড থেকে শুরু করে সব জায়গায় ছবিটা একই। বিজেপি উন্নয়নে বাধা দিয়েছে। চাকরি ছিনিয়ে নিয়েছে।’