কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতিবেশী বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হতেই আত্মঘাতী হল প্রেমিক যুগল। দুই জনে নিজের নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকায়। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাসনা পুরকাইত ও মানস সাউ । একতারা গ্রামের জ্বালানি পাড়ার বাসিন্দা বছর ৩৪ এর বাসনা। দশ বছর আগে পিনাকী মন্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাসনা পিনাকীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। পিনাকী কাজের সূত্রে গুজারটে থাকতেন। তাঁর সঙ্গেই থাকতেন তাঁর প্রথম পক্ষের স্ত্রীয়ের ছেলে।
স্থানীয় সূত্রে তাঁর জানা গিয়েছে, স্বামী ও সৎছেলে বাইরে থাকার সুযোগে প্রতিবেশী দেওর মানসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বাসনা।বছর ২৯ এর মানস, স্থানীয় রায়পাড়ায় পিশির বাড়িতে থাকলেও তাঁর আসল বাড়ি সাগরের সাপখালিতে। একাধিক বার তাঁদের একসঙ্গে ঘুরতে ফিরতেও দেখা যায়।
শনিবার রাতে গোটা ঘটনাটি সামনে আসে। সৎ ছেলে সুদীপ পুরকাইতের হাতেনাতে ধরা পড়েন ওই যুগল। এরপর ওই দিন রাতেই লোকলজ্জার ভয়ে মানস ও বাসনা দুজনেই নিজেদের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জোড়া আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনায় পুলিশেরর অনুমান, এলাকায় সন্মান হানির ভয়েই তাঁরা আত্মহত্যা করেছেন। পুলিশ কথা বলেছেন দুই পরিবারের সঙ্গে।