Shantanu Sen : ”একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি”: শান্তনু সেন

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): সাধন পান্ডের প্রয়াণে শোকোস্তব্ধ তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ”একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ” ।

হঠাৎই সকলকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষিয়ান নেতা সাধন পান্ডে । রবিবার মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী । সাধন পান্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল সাংসদ শান্তনু সেন । সাধন পান্ডের প্রয়াণে শোকোস্তব্ধ সান্তনু বলেন, ”একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি । ক্রেতা সুরক্ষা দফতরকে সাধন পাণ্ডে একটি উচ্চতায় নিয়ে গেছিলে ” ।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পান্ডে । যার জেরে বর্ষীয়ান মন্ত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসলাতালে । সেখানেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুকালে সাধন পান্ডের বয়স হয়েছিল ৭০ বছর । রাজ্যের মন্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে ট্যুইটারে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
হিন্দুস্থান সমাচার / পায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *