নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারী৷৷ সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাঝ বয়সি খুকু রানী দাসের৷ মহিলার নিজ বাড়ির শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার৷ ঘটনা বিশালগড় থানাধীন সরকারটিলা এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকাল পাঁচটা থেকে মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয় বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করার পর কোন হদিশ পায়নি৷ রবিবার সকাল বেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকজন শৌচালয় এর মধ্যে গিয়ে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ পরবর্তী সময়ে খবর পাঠায় বিশালগড় থানায়৷ বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য বিশালগড় মর্গে নিয়ে আসে৷ এলাকাবাসীর অভিযোগ মৃত মহিলার স্বামী এবং পুত্রের যন্ত্রণা অতিষ্ট হয়ে আত্মহত্যা পথ বেঁচে নেয়৷ আরো জানা যায় মৃত মহিলার ছেলে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে প্রতিদিন বাড়িঘরে মহিলাকে জ্বালা যন্ত্রণা দেয় বলে অভিযোগ৷ অপরদিকে মৃত মহিলার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মহিলাকে খুন করা হয়েছে তা নিয়ে বিশালগড় মহিলা থানায় মৃত মহিলার ছেলে এবং স্বামীর বিরুদ্ধে মামলা করবে বলে জানান মহিলার ভাই৷