কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার চিরঘুমে ডুব দেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে । সাধন পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল সাংসদ সৌগত রায় । বর্ষীয়ান মন্ত্রীর প্রয়াণে ”উত্তর কলকাতায় পার্টির সংগঠনের ক্ষেত্রে অতুলনীয় অবদান ছিল সাধন পাণ্ডের” মন্তব্য সৌগত রায়ের ।
সাধন পাণ্ডের শোকবার্তা জানিয়ে সৌগত রায় আরও বলেন, ”সাধন পাণ্ডে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী ছিলেন । অনেকদিন একসঙ্গে কাজ করেছি । উত্তর কলকাতায় সংগঠনের ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান ছিল ”।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পান্ডে । যার জেরে বর্ষীয়ান মন্ত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসলাতালে । সেখানেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুকালে সাধন পান্ডের বয়স হয়েছিল ৭০ বছর ।