অমৃতসর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ভোটারদের পঞ্জাবে পরিবর্তন আনতে সাবধানতার সঙ্গে ভোট দিতে হবে। রাজ্য একটি প্রজন্মকে সন্ত্রাসবাদে এবং অন্য প্রজন্মকে মাদকের কাছে হারিয়েছে। রবিবার অমৃতসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বললেন পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু।
সিধু মন্তব্য করেছেন, নির্বাচনে একদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং প্রকাশ সিং বাদলের পরিবারের ‘মাফিয়া’রা যারা তাদের ব্যক্তিগত স্বার্থে ‘পঞ্জাবকে নিয়ে কাজ করেছেন’ এবং অন্যদিকে এমন লোকেরা যারা রাজ্যকে ভালবাসে এবং চায়।
তিনি আরও বলেন, পরিবর্তন আনতে জনগণ বিপুল সংখ্যক ভোট দেবে।
পঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু অমৃতসরে (পূর্ব) এসএডি-র বিক্রম সিং মাজিথিয়া, আপ-র জীবনজ্যোত কৌর এবং বিজেপির জগমোহন সিং রাজুর মুখোমুখি হচ্ছেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।