Phensedyl :আমতলীতে উদ্ধার প্রচুর ফেন্সিডিল, চালক ও সহচালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার পুলিশ আমতলী থানা সংলগ্ণ এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করেছে৷

জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ  একটি গাড়ি আটক করে তল্লাশি চালায়৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চল্লিশটি কার্টনে ৪ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ অবশ্য এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি৷ আমতলী থানার পুলিশ গাড়িটি আটক করার চেষ্টা করলে গাড়িচালক পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিছু দূরে গাড়ি ফেলে চালক ও সহ চালক পালিয়ে যায়৷ সেখান থেকে গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ এই সাফল্য পেয়েছে৷  মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাস জানিয়েছেন আমতলী থানার পুলিশের তৎপরতায় এই সাফল্য মিলেছে৷

এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ধারণা করা হচ্ছে ফেন্সিডিলগুলি আগরতলার দিক থেকে সীমান্তপথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পুলিশের সক্রিয়তায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে৷ এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করলেও ন্যাশনাল কারবারিরা নানা কৌশলে তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে৷ ফলশ্রুতিতে নেশার উপরে ভাসে রাজ্যের যুবসমাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *