Protest : কর্মচারীদের অনিয়মিত বেতন খোয়াই পুর পরিষদে

নিজস্ব প্রতিনিধি,খোয়াই, ২০ ফেব্রুয়ারী৷৷  খোয়াই পুর পরিষদের ৫২ জন কর্মচারী দের বেতন এখনো হলোনা ৷ ফেব্রুয়ারী মাসের তিন সপ্তাহ পার হয়ে গেছে তবু বেতন পেল না কর্মচারীরা৷ কবে নাগাদ হবে পুর পরিষদের কর্মচারীদের কেউ জানেন না৷ফের বেতন হয়নি খোয়াই পুর পরিষদের কর্মচারীদের৷ চলতি মাসের কুড়ি তারিখ পার হয়ে গেছে জানুয়ারি মাসের বেতন হলো না খোয়াই পুর পরিষদে৷ শুধু এবারই নয়, এটা এখন খোয়াই পুর পরিষদের জন্য নিয়মে পরিণত হয়েছে৷দুই মাস পরপরই বেতন বন্ধ হয়ে যাচ্ছে পুর কর্মচারীদের৷ ফলে মাসের কুড়ি তারিখ গড়িয়ে গেলেও নিয়মিত ও অনিয়মিত খোয়াই পুর পরিষদের পুর কর্মীর বেতন হয়না৷ জানুয়ারি মাসের বেতন এখনো হয়নি৷ফলে বেতন বঞ্চিত পুর কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷

ক্ষুব্ধ পুর কর্মচারীরা জানান, খোয়াই পুর পরিষদের আউটসোর্সিং সহ নিয়মিত ও অনিয়মিত বাহান্ন জন কর্মচারী রয়েছে৷ মাসের কুড়ি তারিখেও দেখা মিলে না বেতনের৷ফলে পুর কর্মচারীদের সংসার চালানোর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে৷ জানা গেছে যে, গত দুই মাস আগেও বেতন পেতে মাসের সতেরো তারিখ গড়িয়ে গিয়েছিল৷ এবারেও তার পুণরাবৃত্তি৷ কবে নাগাদ যে মিলবে বেতন, তা নিশ্চিত নয়৷ মাঝে পুর পরিষদের নিজস্ব রাজস্ব খাতের তহবিল থেকে কয়েকমাসের বেতন দেওয়া হয়েছিল পুর কর্মীদের৷ কিন্তু এখন নিজস্ব আয়ের তহবিলও ফাঁকা৷ কবে নাগাদ যে মিলবে পুর কর্মীদের গত মাসের বেতন, তা জানেনা কেউ৷ কেন যে দুমাস পরপর পুর কর্মীদের বেতন আটকে যাচ্ছে, তা বোঝা যাচ্ছে না৷ তবে পুর পরিষদের অনিয়ন্ত্রিত ও বেহিসেবী ব্যয়কেই এজন্য দায়ী করা হচ্ছে বলে খবর৷