কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্যবাসীকে সস্থি দিয়ে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা । ৩০০- র নিচে নামল আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন । রবিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন ।যার জেরে আক্রান্তর সংখ্যা বেড়ে ২০,১৩,৩৫৩ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ১৩ জনের । যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,১৩২ । করোনাকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৩৭৩। যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ১৯,৮৬,৬৮১ । বর্তমানে সুস্থতার হার বেড়ে ৯৮.৬৮ শতাংশ । একদিনে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩০,৭৩৫ । যার ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২,৩৯,৯৪,৮৬৭ ।