রায়বেরেলি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশে যোগী সরকারের আমলে বাহুবলী নয়, রাজ্যে আছে শুধু বজরঙ্গবলী। আবার বিজেপিকে নির্বাচন করুন, আমাদের সরকার হোলি ও দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে। বিজেপি সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় ১.৬৭ কোটি মা-বোনকে গ্যাস সংযোগ দিয়েছে। রায়বেরেলির উনচাহারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন তিনি আরও বলেন, “এত বছর ধরে এসপি-বিএসপি-কংগ্রেস গরিবদের নামে ভোট নিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী ছাড়া আর কোনও প্রধানমন্ত্রী নেই যিনি দরিদ্রদের জন্য কাজ করেছেন। বুয়া-ভাটিজা (মাসি-ভাতিজা) সরকার উত্তরপ্রদেশে বহু বছর ধরে চলেছিল। তারা তুষ্টি, জাতপাত এবং বংশবাদী রাজনীতি ছাড়া কিছুই করেনি।
তিনি বলেন, যদি সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে, উত্তরপ্রদেশ সারা দেশে সন্ত্রাস সরবরাহ করবে। অখিলেশ সরকারের অধীনে, দুর্ভিক্ষের সময় দুহাজার কৃষক ক্ষুধার্ত মারা গিয়েছিল। এসপি-বিএসপি ১৫ বছর ধরে শাসন করেছে। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বুন্দেলখণ্ডকে জল সংকট থেকে বাঁচাতে অনেক পরিকল্পনা নিয়ে এসেছে।