Accident : বাইক থেকে ছিটকে পড়ে আহত মহিলা

বিশালগড়, ১৯ ফেব্রুয়ারি : বিশালগড় এর আমবাগান এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন এক মহিলা। আহত মহিলার নাম লক্ষী দেবনাথ।


ঘটনার বিবরণে জানা গেছে, লক্ষী দেবনাথ তার ছেলের বাইকে করে আসছিলেন। আমবাগান এলাকায়  বাক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো ট্রাক বাইককে ধাক্কা দেয়। তাতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন লক্ষী দেবনাথ।
এদিকে, অটো ট্রাকটি ঘটনার পর পর সেখান থেকে পালিয়ে যায়। আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত গাড়িটি আটক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এখনো পর্যন্ত গাড়িটি আটক করা যায়নি বলে জানা গেছে।