পিলিভিট, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার ভোটগ্রহণের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বোমা বিস্ফোরণ মামলার একজন দোষীর আত্মীয়কে সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদবের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে।
পিলিভিটে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” নতুন আবহাওয়ার ইঙ্গিত থাকা সত্ত্বেও সমাজবাদী দলের কোনো পরিবর্তন নেই। সেই আবার সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে চলে, এটা আবারও প্রমাণিত হয়েছে।”
আদিত্যনাথ আরও বলেন, আহমেদাবাদের একটি আদালত শুক্রবার ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় যে ৩৮ জন সন্ত্রাসবাদীর সাজা ঘোষণা করেছে, তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজনের পরিবারের সঙ্গে সপা প্রধানের সঙ্গে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পিলিভিটে একটি মেডিকেল কলেজ করা হবে।
প্রসঙ্গত, আগামীকাল ২০ ফেব্রুয়ারি রাজ্যের ১৬টি জেলার ৫৯টি বিধানসভা আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।