রাজৌরি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার নৌশেরা শহরের কাছে। মৃতের নাম-মহম্মদ আরশাদ। তাঁর বাড়ি রাজপুরা মান্ডিতে। দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত দু’টো থেকে তিনটের মধ্যে রাজৌরি হাইওয়ের ওপর নৌশেরা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জে কে ১২বি, ৪২৮৩ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ও দু’জন আহত হয়েছেন। গাড়িটি পুঞ্চ থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল বলে জানা গিয়েছে।