বার্লিন, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জার্মানি সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী আন্নালেনা বেয়ারবকের সঙ্গে দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জার্মান সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে চর্চা করেছেন ভারতের বিদেশমন্ত্রী। এস জয়শঙ্কর নিজেই টুইট করে জানিয়েছেন, জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে।
নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, এসডিজি নিয়ে চর্চা হয়েছে। আফগানিস্তান, ইন্দো প্যাসিফিক এবং ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন এস জয়শঙ্কর। জার্মানি সফর শেষে তিনি যাবেন ফ্রান্সে।