Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী ভারতে, সক্রিয় রোগী ০.৫৯ শতাংশ

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমে গেল, বিগত ২৪ ঘন্টায় অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কমতে কমতে একদিনে কোভিডে মৃত্যুর সংখ্যা ৩৫০-এর নীচে নেমে এসেছে। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন, আগের দিনের তুলনায় ১৪ শতাংশ কমেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩২৫ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ১.০৮ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২,৫৩,৭৩৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৮,৩৫৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৫৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৬ লক্ষ ২৮ হাজার ৫৭৮ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৭৫,০৩,৮৬,৮৩৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩২৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১১,২৩০ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,০২,৯৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২০,৩৭,৫৩৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২১ শতাংশ। নতুন করে ২২,২৭০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৮,০২,৫০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *