কুমারঘাট, ১৯ ফেব্রুয়ারি : কুমারঘাটের গোকুলনগর গাঁও সভার 2 নং ওয়ার্ডে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অজিত দেব। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2022-02-19