নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিন্দা করে বলেন, তিনি তিন হাজার পঞ্জাবি শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরিবর্তে চারশো জনকে সরিয়ে দিয়েছেন।
বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের ঠাকুর বলেন, পঞ্জাবি ভাষা দিল্লির দ্বিতীয় ভাষা ছিল এবং কেজরিওয়াল তাকে সরিয়ে দিয়েছিলেন।
টুইটারে নিয়ে ঠাকুর বলেন, আপ মানে ‘অরবিন্দ অ্যান্টি-পঞ্জাব’। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আগ্রাসী প্রচার চালাচ্ছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার পাঠানকোটে রোডশো করেন তিনি। এর আগে তিনি গুরুদাসপুর জেলার ফতেহগড় চুরিয়ানেও প্রচার চালান।
পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনে নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।