সাব্রুম(ত্রিপুরা), ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশের জল উন্নয়ন বোর্ডের ১২ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার সাব্রুম সফরে এসেছেন। সফরকালে বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌঁসুলি রমজান আলী প্রামানিক। ভারতের তরফ এই বৈঠকে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াজেদ, সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেব্বর্মা, জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
এদিন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা সাব্রুম মৈত্রী সেতুর পার্শ্ববর্তী এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের জল উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এই সফর নানা দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ত্রিপুরা প্রশাসনের কর্মকর্তাগণ। তাঁরা এদিন পানীয় জল ও সেচ প্রকল্পগুলি পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, সাব্রুমে মৈত্রী সেতুটি দীর্ঘদিন ধরেই প্রস্তুত হয়ে রয়েছে। তবে, এখনো পর্যন্ত মৈত্রী সেতু চালু করা সম্ভব হয়নি। ইন্টিগ্রেটেড চেকপোস্ট(আইসিপি) নির্মাণ এখনো বাকি রয়েছে, মৈত্রী সেতু চালু করা সম্ভব হচ্ছে না। তবে, আইসিপি নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। মৈত্রী সেতু চালু হলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। উভয় দেশের জনগণের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।