পাতিয়ালা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পঞ্জাব লোক কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে শুক্রবার পাতিয়ালায় একটি রোডশো করলেন।
লকডাউন বিধিনিষেধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোক বিজেপি-পিএলসি রোডশোতে যোগ দিতে এগিয়ে এসেছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরগড় এবং মালেরকোটলায় রোডশো করেন। অমরিন্দর সিং তাঁর নিজ নির্বাচনী এলাকা পাতিয়ালা আরবান থেকে নির্বাচনে লড়ছেন। এই নির্বাচনে পিএলসির জোট বিজেপি এবং শিরোমণি আকালি দলের (সংযুক্ত) সঙ্গে মিলিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনে নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।