Night Curfew: ধীরে ধীরে সুস্থ হচ্ছে ওডিশা, সমস্ত শহুরে এলাকায় উঠল নৈশ কারফিউ

ভুবনেশ্বর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে সুস্থ হচ্ছে ওডিশা, করোনার সংক্ৰমণ কমতেই আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। শুক্রবার থেকে ওডিশায় তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউ। ওডিশার সমস্ত শহুরে এলাকায় আর থাকবে নৈশ কারফিউ। বিশেষ ত্রাণ কমিশনার জানিয়েছেন, শুক্রবার থেকেই ওডিশার সমস্ত শহুরে এলাকা থেকে তুলে নেওয়া হচ্ছে নৈশ কারফিউ।

সম্প্রতি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, করোনা নিয়ন্ত্রণে জারি থাকা কড়াকড়ি পুনর্বিবেচনার জন্য। চিঠিতে জানানো হয়, পরিস্থিতি বুঝে শিথিল করা হোক বিধি। এরপরই রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। প্রসঙ্গত, আগামী ২৮ ফেরুয়ারি অবধি রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ লাগু থাকার কথা ছিল ওডিশায়। কিন্তু, আগেই তা তুলে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *