CM Biplab Kumar Deb : কংগ্রেসের শাসনে অবরোধ এবং উগ্রবাদের জন্য সারা দেশে মণিপুর পরিচিতি পেয়েছিল, বিষোদগার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : কংগ্রেসের শাসনে অবরোধ এবং উগ্রবাদের জন্য সারা দেশে মণিপুর পরিচিতি পেয়েছিল। তাতে, প্রচুর অর্থ অপব্যয় হয়েছে। কিন্ত, গত পাঁচ বছরে এন. বীরেন সিংহের শাসনে সেই অর্থ উন্নয়নে খরচ হয়েছে। মণিপুরের কুম্ভি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই কংগ্রেসকে বিধেছেন। তাঁর দাবি, মণিপুর আজ সারা দেশের শান্তির প্রদেশ হিসেবে পরিচিতি পেয়েছে।


এদিন তিনি তীব্র বিষোদগার করে বলেন, কংগ্রেসের শাসনে মণিপুরে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়নি। মণিপুরবাসীর সমস্যার জন্য সম্পূর্ণভাবে কংগ্রেস দায়ী। তিনি নাম না করে রাহুল গান্ধীকে নিশানায় বলেন, কংগ্রেসের যুবরাজ উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের অংশ হিসেবেই মনে করেন না। তাঁর সাম্প্রতিক টুইটে তা প্রমাণিত হয়েছে। অথচ, মণিপুরে এন. বীরেন সিং, অসমে ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরায় বিপ্লব কুমার দেবকে তিনি উপেক্ষা করেছেন, কটাক্ষের সুরে বলেন মুখ্যমন্ত্রী।


বিপ্লবের কথায়, ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে সংস্কৃতির আদান প্রদান হয়েছে এবং তাঁর প্রভাব আমি অনুভব করতে পেরেছি। তাতেই মনে হয়েছে, মণিপুরে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। তিনি নিশ্চিত, ডাবল ইঞ্জিন সরকার মণিপুরে পুণরায় গঠন হবে এবং এই প্রদেশকে উন্নয়নের শিখরে পৌছে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *