Covid19: কোভিড-সংক্ৰমণ ক্রমেই নিম্নমুখী ভারতে, আরোগ্যের হার ৯৮.১২ শতাংশ

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে এই মুহূর্তে ওঠানামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, কখনও বাড়ছে কখনও আবার কমে যাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, কোভিডে মৃত্যুর সংখ্যাও ৫০০-র নীচে নেমে এসেছে। বৃহস্পতিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন, আগের দিনের তুলনায় ৪,৮৩৭ কমেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৯২ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ২.০৭ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২,৯২,০৯২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪০,৮২৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৬৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৭ লক্ষ ৮৬ হাজার ৮০৬ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৭৪,৬৪,৯৯,৪৬১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৯২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১০,৯০৫ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,৬২,৫৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৯,৭৭,২৩৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১২ শতাংশ। নতুন করে ২৫,৯২০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৭,৮০,২৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *