CPIM : শহরে বাম ছাত্র যুব সংগঠনের বাইক মিছিল

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : বেকারদের কর্মসংস্থান এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে শুক্রবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ-বিক্ষোভ বাইক রেলী সংগঠিত করেছে বাম ছাত্র যুব সংগঠন। চারটি বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে বাইক রেলী শুরু হয়। এই রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।


সেখানে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিক বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তাতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ রাখা হয়নি। বর্তমান কেন্দ্রীয় বাজেটকে তিনি জন বিরোধী বাজেট বলে আখ্যায়িত করেন। এই বাজেটের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র-যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে শামিল হয়েছে বলেও তিনি জানান।দেশের সচেতন নাগরিকদের এ ধরনের কর্পোরেট স্বার্থ-সংশ্লিষ্ট বাজেটের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।