Navjot Singh Sidhu : অমরিন্দর সিং, সুখবীর বাদল একই মুদ্রার দুই পিঠ, বললেন নভজ্যোত সিং সিধু

চণ্ডীগড়, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং সুখবীর সিং বাদলের উপর আক্রমণ করে পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু শুক্রবার বলেন, দুই নেতাই একই মুদ্রার দুটি দিক এবং তাদের মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়া একটি বিপরীতমুখীর পদক্ষেপ হবে।

এদিন অমৃতসরে সাংবাদিক সম্মেলনে সিধু বলেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং সুখবীর সিং বাদল একই মুদ্রার দুই পিঠ। ক্যাপ্টেন বা বাদল নির্বাচন করা হবে একটি পশ্চাদগামী পদক্ষেপ। যদি পরিবর্তন আনতে হয়, নিজেকে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোটগ্রহণ হবে এবং ১০ মার্চ ভোট গণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *