Bappi Lahiri: শেষ যাত্রায় বাপ্পি লাহিড়ী, চোখের জলে সুরকারকে বিদায়

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): শেষ যাত্রায় কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। বৃহস্পতিবার মুম্বইয়ের ভিলে পারলের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। চোখের জলে সুরকারকে বিদায় জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগীরা। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ও বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। এই অসুস্থতার কারণে ২৯ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠেন ও ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, বাড়িতে একদিন থাকার পর পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সঙ্কটজনক অবস্থায় তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। তার বদলে বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে। একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ির পথ চেয়ে বসেছিল পরিবার। সূদূর লস অ্যাঞ্জেলস থেকে বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ে ফিরল বাপ্পা। তারপর সুরকারের দেহ নিয়ে যাওয়া হয় ভিলে পারলের শ্মশানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *