উদুপি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): হিজাব বিবাদ কোনওভাবেই থামছে না কর্ণাটকে, এবার উদুপির সরকারি জি শঙ্কর মেমোরিয়াল মহিলা ফার্স্ট গ্রেড কলেজ থেকে বাড়ি ফিরল ৬০ জন ছাত্রী। যদিও, পুলিশের দাবি, উদুপির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদুপির অতিরিক্ত পুলিশ সুপার এস টি সিদ্দালিঙ্গাপ্পা জানিয়েছেন, ‘উদুপিতে কোনও উত্তেজনা নেই। পরিস্থিতি ১০০ শতাংশ নিয়ন্ত্রণে। আমরা হাইকোর্টের (অন্তর্বর্তীকালীন) নির্দেশ মেনে চলছি।”
অথচ এদিনই উদুপিতে হিজাব পরে কলেজে আসায় বাড়ি ফিরতে হয়েছে ৬০ জন ছাত্রীকে। সরকারি জি শঙ্কর মেমোরিয়াল মহিলা ফার্স্ট গ্রেড কলেজের ওই ৬০ জন ছাত্রী হিজাব পরে কলেজে এসেছিল, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাঁদের হিজাব খুলতে বলে। হিজাব না খুলে বাড়িতে ফিরে যায় ওই ছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটিও তাঁদের। ছাত্রীরা জানায়, পড়াশোনার পাশাপাশি হিজাবও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। এরপর সকলে বাড়ি ফিরে যান।