Covid19: দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩০,৭৫৭, ভারতে আরোগ্যের হার ৯৮.০৩ শতাংশ

৫০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন, আগের দিন এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬১৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫৪১ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৬১ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩,৩২,৯১৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৭,৩২২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৭৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৪ লক্ষ ৭৫ হাজার ৯৫১ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৭৪,২৪,৩৬,২৮৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১০,৪১৩ জন (১.১৯ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,৭৫,৩৮ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৯,১০,৯৮৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.০৩ শতাংশ। নতুন করে ৩০,৭৫৭ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৭,৫৪,৩১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *