Manisha Sisodia: ফের ধাক্কা খেল কংগ্রেস, মণীশের উপস্থিতিতে আপ-এ যোগ দিলেন ৩ জন কাউন্সিলর

অমৃতসর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে ফের বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার আম আদমি পার্টি (আপ)-তে যোগ দিয়েছেন অমৃতসর কংগ্রেসের ৩ জন কাউন্সিলর। বৃহস্পতিবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে ৩ জন কংগ্রেস কাউন্সিলর যোগ দিয়েছেন আম আদমি পার্টিতে। আপ-এ যোগ দেওয়া এই ৩ জন কাউন্সিলর হলেন-প্রিয়াঙ্কা শর্মা, মনদীপ আহুজা ও গুরজিৎ কৌর।

পঞ্জাবে একের পর এক ধাক্কা খেয়েই চলছে কংগ্রেস। বুধবারই কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে আম আদমি পার্টি (আপ)-তে যোগ দিয়েছেন অমৃতসরের মেয়র করমজিৎ সিং রিন্টু। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ৩ জন কংগ্রেস কাউন্সিলর যোগ দিলেন আম আদমি পার্টিতে। প্রিয়াঙ্কা শর্মা, মনদীপ আহুজা ও গুরজিৎ কৌরকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছেন মণীশ সিসোদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *