BRAKING NEWS

Dharmanagar : ধর্মনগরে গোয়েন্দা কর্মীদের ভূমিকা সন্দেহজনক, পুলিশ গুড়িয়ে দিল আটটি চোলাই মদের ঠেক

ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারী৷৷ ইদানিংকালে উত্তর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেশা সামগ্রীসহ পাচারকারী ও গবাদি পশু ধরপাকড় করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ মূলত উত্তর জেলাকে করিডোর করে বিভিন্ন নেশা সামগ্রী বহিঃ রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবেশ করছে ও বেরিয়ে যাচ্ছে৷ যদিও পুলিশ শক্ত হাতে তা মোকাবিলা করছে৷ উত্তর জেলার কিছু মাদক কারবারি নেশা সামগ্রী রাজ্যে আদান-প্রদানের ফ্লাইং ব্যবসা করছে বলেও সূত্রের খবর৷  


বিশেষ করে উত্তর জেলার গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সম্প্রতি সন্দেহ দেখা দিয়েছে৷ পুলিশ সূত্রে খবর, বর্তমানে উত্তর জেলার গোয়েন্দা পুলিশের নিযুক্ত গোয়েন্দা পুলিশ কর্মীরা অনভিজ্ঞ ও অলস৷ কেউ কেউ আবার অভিযোগ করে বলেছেন, গোয়েন্দা পুলিশ কর্মীরা সব জেনে শুনেও কেন চুপ৷ পূর্বে উত্তর জেলার মাদক পাচারের নিরিখে বর্তমানে তা ঊর্ধমুখী৷ অভিযোগে, প্রতিদিন রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী প্রবেশ করছে৷ সাথে বেরিয়ে যাচ্ছে শুকনো গাঁজা৷ কিন্তু সে ব্যাপারে কোনও আগাম খবর নেই অশ্বডিম্ব প্রসবকারী উত্তরের গোয়েন্দা পুলিশ কর্মীদের কাছে৷


অনুরূপ বুধবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ হাফলং রাজনগর গ্রামে গভীর জঙ্গলে নেশা বিরোধী অভিযান চালায়৷ গভীর জঙ্গলে হানা দিয়ে আটটি চোলাই মদের ঠেক ভেঙ্গে ঘুড়িয়ে দেয় ধর্মনগর থানার পুলিশ৷ সাথে ধর্মনগর থানার সাব ইনস্পেক্টর অর্পণ সাহার নেতৃত্বে ত্রিশ হাজার টাকার চোলাই মদও উদ্ধার করা হয়৷ আটক করা হয় রাকেশ নাথ নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে৷ বুধবার সকালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মনগর জেলা আদালতে তোলা হয় মাদক ব্যবসায়ী রাকেশকে৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এধরণের নেশা বিরোধী অভিযান জারি থাকবে৷ তবে এদিনের চোলাই মদ বিরোধী অভিযানে ধর্মনগর থানার পুলিশের সাথে গোয়েন্দা পুলিশ কর্মীরাও সঙ্গ দিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *