আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এবং আড়ালিয়ায় সিপিএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিসগুলি বুধবার পুনরায় খোলা হয়েছে। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই দুটি অফিসসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদল সিপিআইএমের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তালাবন্দি করে দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসছে তার উপর ভিত্তি করেই বিরোধীদল সিপিআইএম তাদের বন্ধ হয়ে থাকা অফিস গুলি পুনরায় খোলার উদ্যোগ গ্রহণ করেছে।
অফিস খোলার পর পুনরায় কোনভাবেই অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেজন্য দলের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বুধবার প্রতাপগড় সিপিআইএম অঞ্চল অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এই অফিসটি পুনরায় খুলেছেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।
এদিকে আড়ালিয়াতেও সিপিআইএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিসটি বুধবার খোলা হয়েছে। ওই অফিসটিও পরিষ্কার পরিচ্ছন্ন করে বুধবার থেকে নতুন আঙ্গিকে কাজ শুরু করেছেন সিপিএম কর্মীরা। প্রতাপগড় এবং আড়ালিয়া সিপিএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিস গুলি পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বিরোধী দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হতে শুরু করেছে।

