নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি চালিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। যদিও, ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে ফেলেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয়। ভাড়া নেওয়া একটি গাড়ি চালাচ্ছিল সে। দিল্লি পুলিশের বিশেষ সেল তদন্ত শুরু করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ভাড়া করা গাড়ি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করে ওই ব্যক্তি। ওই ব্যক্তি তদন্তকারীদের জানায়, কেউ তাঁর ভিতরে একটি চিপ ফিট করেছে এবং তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ এই দাবিকে মিথ্যা বলে মনে করেছে। পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয়।