ভূমিধস ও ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের ট্যুরিস্ট টাউন, মৃত্যু কমপক্ষে ১৮ জনের

রিও ডি জেনেইরো, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত ব্রাজিলের ট্যুরিস্ট টাউন রিও ডি জেনেইরো। ভূমিধস ও বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের, আহতের সংখ্যা অনেক। উদ্ধারকাজ চালাচ্ছে কমপক্ষে ১৮০ জন দমকল কর্মী ও আধিকারিক। রিও ডি জেনেইরোর পার্বত্য অঞ্চলে মঙ্গলবার ৩ ঘন্টায় ২৫.৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির চেয়ে বেশি) বৃষ্টিপাত হয়।

বৃষ্টির ফলে কাদামাটির ধস নামে, তলিয়ে যায় বহু ঘর-বাড়ি। বিভিন্ন স্থানে ধস নামে। পেট্রোপলিস শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে জলের স্রোতে তলিয়ে যায় বাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি। ভূমিধস ও বন্যায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেখান থেকেই সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি।