হায়দরাবাদ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২০ ফেব্রুয়ারি মুম্বইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের মধ্যে ঐক্যের জন্য কেসিআরের কাছে আহ্বানকে জানান।
তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর কার্যালয় একটি সরকারি বিবৃতিতে বলেছে, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আমন্ত্রণে ২০ ফেব্রুয়ারি মুম্বইতে যাবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই লড়াইয়ের প্রতি তার পূর্ণ সমর্থন জানাবেন।”
সম্প্রতি, চন্দ্রশেখর রাও ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে বলেছিলেন, এদেরকে দেশ থেকে “বহিষ্কার” করা উচিত নয়তো দেশ “ধ্বংস” হয়ে যাবে।
তিনি বিজেপিকে ক্ষমতা থেকে “উচ্ছেদ” করতে রাজনৈতিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। কেসিআর আরও বলেছিলেন, তিনি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করতে প্রধান ভূমিকা পালনও করবেন।